ইতিবাচক কর্মপরিবেশ এবং তারুণ্য-নির্ভর একদল কর্মীর একাগ্রতা ও নিষ্ঠার ফলে আদর্শ খুব অল্প সময়েই দেশের প্রকাশনা শিল্পে নিজেকে শীর্ষস্থানে নিয়ে যেতে পেরেছে। বাংলাদেশের প্রকাশনা শিল্পের গতানুগতি ধারা পাল্টে দিতে এবং বাংলা ভাষার ১ নম্বর প্রকাশনা ব্রান্ড হওয়ার লক্ষ্য নিয়ে আদর্শ কয়েকটি পদে এক ঝাঁক স্বপ্রণোদিত, আত্মবিশ্বাসী মেধাবীকে নিয়োগ দিতে যাচ্ছে।